/anm-bengali/media/media_files/2025/02/22/QOrRX5bysLJyv7Vann2d.jpg)
নিজস্ব সংবাদদাতা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্ভবত ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করতে চান। তবে পাশাপাশি তিনি এই সন্দেহও প্রকাশ করেছেন যে, পুতিন হয়তো কৌশলে তাকে ভুল বুঝিয়ে আলোচনার নামে সময় পার করছেন। এক জনপ্রিয় মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমি বিশ্বাস করি, পুতিন যুদ্ধ থামাতে চায়। ওর লক্ষ্য ছিল গোটা ইউক্রেন দখল করা। কিন্তু আমার কারণে সে সেটা করতে পারবে না বলে আমি মনে করি।”
/anm-bengali/media/media_files/2025/02/25/EfGXQNwTKbApJKubF2dS.jpg)
তবে এই বিশ্বাসের মাঝেও ট্রাম্পের মনে রয়ে গেছে দ্বিধা। পুতিনকে বিশ্বাস করেন কিনা— এমন প্রশ্নে তিনি বলেন, “আমি অনেককেই বিশ্বাস করি না। তাকেও করি না। কিন্তু আমি মনে করি, সে আমাকে সম্মান করে। আর সে কারণেই এখন পুরো ইউক্রেন দখলের পথে যাচ্ছে না।”
/anm-bengali/media/media_files/2025/04/26/FfpqQAjY1gNSR4mAzrMF.jpg)
সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে একান্তে সাক্ষাতের পর ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লেখেন, “পুতিনের কিয়েভে হামলা দেখে মনে হচ্ছে, সে শান্তি চায় না। হয়তো তাকে এবার আরও কঠোরভাবে মোকাবিলা করতে হবে— ব্যাঙ্কিং নিষেধাজ্ঞা বা অন্য পথে।”ট্রাম্প বলেন, “অনেক মানুষ মরছে, এটা ভীষণ দুঃখজনক। যুদ্ধ বন্ধ হওয়া এখন খুব জরুরি।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us