/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এবার এআই (AI) প্রযুক্তি দিয়ে তৈরি ডিপফেক (DEEPFAKE) ছবি, ভিডিও এবং অডিওর অপব্যবহার রুখতে এক বড় পদক্ষেপ নিতে চলেছে ডেনমার্ক। আজ এই বিষয়ে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, ''দেশের সমস্ত নাগরিকদের, নিজেদের শরীর, মুখের গঠন ও কণ্ঠস্বরের ওপর কপিরাইট সুরক্ষা দিতে, আইন সংশোধনের প্রস্তাব আনতে চলেছে সরকার।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/NeRjxxlUXQS8vhmbOp1H.jpg)
এই বিষয়ে ডেনমার্কের সংস্কৃতি মন্ত্রী ইয়াকব এঙ্গেল-স্মিট বলেন, "প্রস্তাবিত আইনের মাধ্যমে, আমরা স্পষ্ট বার্তা দিতে চাই যে, প্রত্যেকের নিজের চেহারা ও কণ্ঠস্বরের ওপর নিজস্ব অধিকার আছে। বর্তমান আইন এই অধিকার যথাযথভাবে সুরক্ষিত করতে পারছে না।" ডিপফেকের (DEEPFAKE) মাধ্যমে প্রায়ই ব্যক্তিগত শত্রুতা মেটাতে এবং ক্ষতিসাধনের উদ্দেশ্যে কারোর চেহারা বা কণ্ঠ নকল করা হয়। এই নতুন আইন পাস হলে এই ধরনের জালিয়াতির বিরুদ্ধে ভুক্তভোগীরা শক্ত অবস্থান নিতে পারবেন বলে আশা করা হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us