ইউক্রেনের সাংস্কৃতিক ঐতিহ্য পুনর্গঠনে ১.৩ মিলিয়ন বরাদ্দ করলো ডেনমার্ক

কেন এই অর্থ বরাদ্দ করলো ডেনমার্ক ?

author-image
Debjit Biswas
New Update
zelenskyy

নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় এবং রুশ হামলায় ধ্বংস হওয়া ইউক্রেনের সমস্ত ঐতিহাসিক ভবন, স্মৃতিস্তম্ভ ও জাদুঘরগুলির পুনর্গঠনে ১.৩ মিলিয়ন ইউরো (প্রায় ১ কোটি ডেনিশ ক্রোন) বরাদ্দ করার ঘোষণা করলো ডেনমার্ক। এই তহবিলটি সদ্য প্রতিষ্ঠিত 'ইউক্রেনীয় কালচারাল হেরিটেজ ফান্ড' (Ukrainian Cultural Heritage Fund - UCHF)-এর মাধ্যমে বন্টন করা হবে।

zelenskyy

এই বিষয়ে ড্যানিশ প্রেসিডেন্সি অফ দ্য কাউন্সিল অফ দ্য ইইউ (Danish Presidency of the Council of the EU) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই অনুদানটি ইউক্রেনের প্রতি ডেনমার্কের অসামরিক সহায়তার অংশ হিসেবে তাদের উন্নয়ন সহায়তা (development assistance) তহবিল থেকে দেওয়া হবে।