দিল্লি: সাধারণ মানুষ ও মধ্যবিত্তের জন্য জিএসটি হ্রাস ঘোষণা

সাধারণ মানুষ ও মধ্যবিত্তের জন্য জিএসটি হ্রাস ঘোষণা।

author-image
Aniket
New Update
Screenshot 2025-09-03 10.49.13 PM

নিজস্ব সংবাদদাতা: ৫৬তম জিএসটি কাউন্সিল বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন, সাধারণ মানুষের ব্যবহার্য পণ্যে বড় ধরনের স্বস্তি আনা হয়েছে। চুলের তেল, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, সাইকেল, রান্নাঘরের জিনিসপত্রের মতো দৈনন্দিন সামগ্রীর জিএসটি কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। আল্ট্রা-হাই টেম্পারেচার দুধ, ছানা, পনির ও সব ধরনের ভারতীয় রুটি—যেমন রুটি, পরোটা ইত্যাদির উপর থেকে পুরোপুরি কর তুলে দেওয়া হয়েছে।

এছাড়া নামকিন, ভুজিয়া, সস, পাস্তা, ইনস্ট্যান্ট নুডলস, চকলেট, কফি, কর্নফ্লেক্স, মাখন ও ঘির মতো খাদ্যপণ্যের করহার ১২ বা ১৮ শতাংশ থেকে নামিয়ে ৫ শতাংশ করা হয়েছে। অন্যদিকে এয়ারকন্ডিশনার, ৩২ ইঞ্চির বেশি টিভি, ডিশওয়াশার, ছোট গাড়ি ও ৩৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের কর ২৮ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে।

অর্থমন্ত্রীর দাবি, এই সিদ্ধান্ত সাধারণ মানুষ ও কৃষকসহ বিভিন্ন খাতের উপর থেকে চাপ কমাবে এবং অর্থনীতিকে গতিশীল করবে।