দিল্লি: পান মসলা ও তামাকজাত দ্রব্যে জিএসটি কাঠামো নিয়ে স্পষ্টীকরণ অর্থমন্ত্রীর

জিএসটি কাঠামো নিয়ে স্পষ্টীকরণ অর্থমন্ত্রীর।

author-image
Aniket
New Update
Screenshot 2025-09-03 11.38.39 PM

নিজস্ব সংবাদদাতা: ৫৬তম জিএসটি কাউন্সিল বৈঠকের পর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন, পান মসলা ও তামাকজাত পণ্যের উপর বর্তমান কর কাঠামো কিছু সময়ের জন্য বহাল থাকবে।

তিনি বলেন, “পান মসলা, তামাক এবং অন্যান্য সংশ্লিষ্ট পণ্যে যতদিন পর্যন্ত ঋণ শোধ না হচ্ছে, ততদিন ২৮% জিএসটি এবং তার সঙ্গে ক্ষতিপূরণ সেস চলবে। ঋণ শোধ হয়ে গেলে, এগুলো সরাসরি ৪০% স্ল্যাবে চলে যাবে। সেটাই হলো জিএসটি কাঠামো।”

অর্থমন্ত্রীর মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে রাজস্ব আদায় ও কর কাঠামো দুটোই ভারসাম্যপূর্ণ রাখা সম্ভব হবে।