/anm-bengali/media/media_files/i9nLy2RdcqYDmEGvmLrz.webp)
নিজস্ব সংবাদদাতা : এবার ইন্দাস জলচুক্তি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আর্জি জানালেন পাকিস্তান সেনেটের অপজিশন ল'মেকার (OPPOSITION LAWMAKER) সৈয়দ আলী জাফর। ভারত যে 'ওয়াটার বোম্ব'(WATER BOMB) নিক্ষেপ করেছে পাকিস্তানের ওপর তা দ্রুত 'ডিফিউস'(DEFUSE) করার আর্জি জানালেন তিনি। আজ এই বিষয়ে তিনি বলেন,''যদি আমরা এই বিষয়ে এখনই কোনও পদক্ষেপ না নিই, তাহলে আমরা খিদের চোটে মরে যাবো। সিন্ধু নদীর জলই আমাদের সকলের লাইফলাইন। গোটা পাকিস্তানের চারভাগের তিনভাগ জল শুধুমাত্র সিন্ধু নদী ব্যবস্থার মাধ্যমেই আসে। প্রতি ১০ জনের মধ্যে ৯ জনেরই জীবন, এই সিন্ধু নদী ব্যবস্থার জলের ওপর নির্ভর করে। আমাদের দেশের ৯০ শতাংশ শস্যই সিন্ধু নদী ব্যবস্থার জলের ওপর নির্ভর করে। তাই ভারত যে 'ওয়াটার বোম্ব'(WATER BOMB) নিক্ষেপ করেছে,তা দ্রুত 'ডিফিউস'(DEFUSE) না করতেই হবে আমাদের।''
/anm-bengali/media/media_files/2025/04/27/do7BIvbKWSSlSMVRDuka.jpeg)
Water bomb… pic.twitter.com/IvEHEvOWAg
— Amit Malviya (@amitmalviya) May 23, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us