ফ্রান্সের সঙ্গে সামরিক চুক্তি, খুশি জেলেনস্কি

ফ্রান্সের কাছ থেকে সামরিক সহায়তা পাচ্ছে ইউক্রেন। টুইট করে জানালেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

author-image
Ritika Das
New Update
zelensky france.jpg

ফাইল চিত্র 

নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনকে সাহায্য করতে প্রস্তুত ফ্রান্স। জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রনের সঙ্গে কথা হয়েছে বলে টুইট করে জানান তিনি। ইউক্রেনের পরিস্থিতি নিয়ে দুই দেশের রাষ্ট্র প্রধানের মধ্যে কথা হয়েছে বলে জানান জেলেনস্কি। 

ফ্রান্সের রাষ্ট্রপতির সঙ্গে জেলেনস্কির একটি প্রতিরক্ষা চুক্তি হয়েছে। এই চুক্তির অধীনে ইউক্রেনকে একাধিক সাঁজোয়া গাড়ি, হালকা ট্যাঙ্ক এবং যুদ্ধ বিমান দিয়ে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স। টুইটে জেলেনস্কি লিখেছেন, "আমরা রাশিয়া এবং যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি।"  ভবিষ্যতে ইউক্রেনের নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যাপারেও ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে বলে জানান তিনি।