ভারতের সাথে বিরাট চুক্তি স্বাক্ষর করলো আমেরিকা ! হতবাক সমগ্র বিশ্ব

কেন অবাক সারা বিশ্ব ?

author-image
Debjit Biswas
New Update
aaaa

নিজস্ব সংবাদদাতা : তিক্ততা ভুলে আরও কাছাকাছি আসতে চলেছে ভারত-আমেরিকা। সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী পিটার হেগসেথের মধ্যে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ বৈঠক ঠিক এই নির্দেশটাই দিচ্ছে। আজ ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং তাঁর মার্কিন সমকক্ষ পিটার হেগসেথ মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক বৈঠকে মিলিত হয়ে আগামী ১০ বছরের জন্য একটি প্রতিরক্ষা কাঠামো চুক্তি (Defence Framework Agreement) স্বাক্ষর করলেন। এই চুক্তিকে দুই দেশের প্রতিরক্ষা অংশীদারিত্বের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

Hegseth