New Update
/anm-bengali/media/media_files/XQGJLhlYmKavs7BtINBN.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ফের একবার সংবাদ শিরোনামে উঠে এল নেপাল (Nepal)। গতকাল দেশে ঘটে যাওয়ার ভূমিকম্পের জেরে একের পর এক মানুষের মৃত্যু হয়েই চলেছে। এদিকে মানুষের ঘর বাড়ি অবধি ভেঙে পড়েছে। সর্বস্ব খুইয়ে একপ্রকার সর্বশান্ত হয়ে পড়েছেন অনেকেই। এরই মাঝে এল আরও এক দুঃসংবাদ। ভূমিকম্পের কারণে নেপালে মৃতের সংখ্যা আরও বাড়ল। গতকাল রাতে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে মৃতের সংখ্যা এবার বেড়ে দাঁড়ালো ১২৯ জনে।
#WATCH | Nepal earthquake | The death toll in the 6.4 magnitude earthquake last night, has risen to 129.
— ANI (@ANI) November 4, 2023
Visuals from Jajarkot. pic.twitter.com/jq0tZ08Qrb
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us