/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ সিরিয়ার সুইদা ও আশপাশের অঞ্চলে চলমান সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ২০৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (SOHR) জানিয়েছে, সরকারের নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, বহু ঘরবাড়ি ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছে আরও বহু মানুষ, যাদের অনেকেই সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/15/screenshot-2025-07-15-929-pm-2025-07-15-21-53-49.png)
মানবাধিকার সংস্থাগুলোর দাবি, সরকারি বাহিনীর দমনমূলক পদক্ষেপের প্রতিক্রিয়ায় এই সহিংসতা ছড়িয়ে পড়েছে। দক্ষিণ সিরিয়া দীর্ঘদিন ধরেই সরকার-বিরোধী আন্দোলনের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে।
জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায় সিরিয়ায় এই সহিংসতার নিন্দা জানিয়েছে এবং সকল পক্ষকে শান্তি ও সংলাপে ফিরে আসার আহ্বান জানিয়েছে। তবে পরিস্থিতি কবে নিয়ন্ত্রণে আসবে, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
#BREAKING Death toll from south Syria violence rises to 203: monitor pic.twitter.com/EDwUI71jXP
— AFP News Agency (@AFP) July 15, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us