ইসরায়েল-হামাস যুদ্ধে মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে গাজা ! মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬৭,০০০

কবে থামবে এই যুদ্ধ ?

author-image
Debjit Biswas
New Update
gaza

নিজস্ব সংবাদদাতা : ইসরায়েল-হামাস যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা প্রায় ৬৭,০০০ ছাড়িয়ে গেছে,আজ এমনটাই জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রক। ২০২৩ সালের ৭ই অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই হতাহতের সংখ্যা নথিভুক্ত করা হয়েছে। হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রক প্রদত্ত সর্বশেষ তথ্য অনুসারে গাজায় নিহত ফিলিস্তিনিদের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬৭,০৭৪-এ। এই হিসাবে গত ২৪ ঘণ্টায় যারা নিহত হয়েছেন, তাদের নামও যুক্ত করা হয়েছে।

gaza child death

স্বাস্থ্য মন্ত্রকের হিসেব অনুযায়ী, নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। এই যুদ্ধের ফলে আহত হয়েছেন প্রায় ১ লক্ষ ৬৮ হাজারেরও বেশি মানুষ। অর্থাৎ এককথায় বলতে গেলে ইসরায়েল-হামাস যুদ্ধে কার্যত একটি মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে গাজা।