/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে। এই পরিস্থিতির মধ্যেই এবার ইউক্রেনের ৮ টি অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে ইউক্রেনের চেরনিহিভ, সুমি, খারকিভ, ডিনিপ্রোপেট্রোভস্ক, জাপোরিঝিয়া, মাইকোলাইভ, খেরসন এবং ডোনেটস্ক অঞ্চলে। যেকোনো মুহূর্তে এই ৮ টি এলাকায় হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ৮ টি অঞ্চলের আঞ্চলিক সামরিক প্রশাসনের তরফে সাধারণ মানুষকে অপ্রয়োজনে নিরাপদ আশ্রয় ত্যাগ করতে নিষেধ করা হয়েছে। ভয়ের মধ্যে রয়েছেন সাধারণ মানুষ। ইউক্রেনীয় বাহিনী হামলা আটকাতে প্রস্তুত রয়েছে।
⚡ Chernihiv, Sumy, Kharkiv, Dnipropetrovsk, Zaporizhzhia, Mykolaiv, Kherson, Donetsk regions air raid allert Regional Military Administration. Proceed to the shelter.
👉 @Flash_news_uapic.twitter.com/f6uQFLPjKI
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us