রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ সপ্তাহ— মার্কো রুবিও

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কো রুবিও ও সের্গেই লাভরভের মধ্যে আলোচনার পর মার্কিন প্রশাসন জানাল, এখনই যুদ্ধ থামানোর প্রয়োজন। চলতি সপ্তাহেই শান্তি আলোচনায় বড় অগ্রগতির সম্ভাবনা।

author-image
Debapriya Sarkar
New Update
Rubio

নিজস্ব সংবাদদাতা : মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা নিয়ে চলতি সপ্তাহটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। গতকাল তিনি রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে ফোনে কথা বলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানিয়েছে, আলোচনায় রুবিও বিশেষভাবে জোর দেন "এখনই যুদ্ধ বন্ধ করা"র প্রয়োজনীয়তার ওপর। এই ফোনালাপের আগে শুক্রবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ।

marcorubio

উল্লেখ্য, ভ্লাদিমির পুতিন আগামী সপ্তাহের জন্য তিনদিনের যুদ্ধবিরতির ঘোষণা দিলেও, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এই ঘোষণা কোনও বড় শান্তির পদক্ষেপ হিসেবে দেখছে না। একজন শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা বলেছেন, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করাই মার্কিন প্রশাসনের মূল লক্ষ্য।