প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে হোয়াইট হাউসে উপচে পড়ল ভিড়

বর্তমানে আমেরিকা সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
SWETA MITRA
New Update
person white.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও জো বাইডেন (Joe Biden) সন্ধ্যায় হোয়াইট হাউসে একটি বৈঠক করবেন। বৈঠকের পর একটি যৌথ সংবাদ সম্মেলন করতে পারেন দুজনে বলে খবর। এদিকে ভারতের প্রধানমন্ত্রীকে দেখতে হোয়াইট হাউসের সামনে প্রবাসী ভারতীয়দের ভিড় উপচে পড়েছে। তাঁরা সকলেই প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছেন বলে খবর।

la.jpg

সেখানে হাজির হয়েছেন ন্যাশনাল ইন্ডিয়া-ইউএস চেম্বার অফ কমার্সের সিইও এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্ট অফ কমার্সের প্রাক্তন উপদেষ্টা পূর্ণিমা বোরিয়া। তিনি আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘কী অবিশ্বাস্য মুহূর্ত! আমরা আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে গর্বিত। এর আগে কখনও হোয়াইট হাউসের দক্ষিণ লনে এত বেশি লোককে আসতে দেওয়া হয়নি।‘