ভিড়ের অর্থ হল প্রধানমন্ত্রী মোদী ভালো কাজ করছেন! উচ্ছ্বসিত মহিলা অনুরাগী

আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও জো বাইডেন (Joe Biden) সন্ধ্যায় হোয়াইট হাউসে একটি বৈঠক করবেন। এরপর বৈঠকের পর একটি যৌথ সংবাদ সম্মেলন করতে পারেন দুজনে বলে খবর।

author-image
SWETA MITRA
New Update
modi us.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ভারতের প্রধানমন্ত্রীমোদী (Narendra Modi)-রআগমনেরআগেইহোয়াইটহাউসেরদক্ষিণলনে উপচে পড়েছে বহু মানুষের ভিড়। কাতারে কাতারে লোক এসেছিলেন প্রধানমন্ত্রীকে একবার চোখের দেখা দেখতে। এদিকে এই ভিড় দেখে এক বিদেশী মহিলা বলেন, 'আমিঅনেকদেশেরপ্রেসিডেন্টকেযুক্তরাষ্ট্রসফরকরতেদেখেছি, কিন্তুতাদেরস্বাগতজানাতেএখানেএতজনসমাগমকখনোদেখিনি।এখানেএইভিড়েরঅর্থহলপ্রধানমন্ত্রীমোদীভালকাজকরছেন।‘