কাউন্টডাউন স্টার্ট, পৃথিবীর মাটি ছুঁতে চলেছেন শুভাংশু শুক্লারা

এবার শুধু ঘরের ছেলে ঘরে ফেরার পালা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
shubhanshu

File Picture

নিজস্ব সংবাদদাতা: আর মাত্র ১০ মিনিট। নির্ধারিত সময়েই স্প্ল্যাশডাউন হতে চলেছে মহাকাশযান ড্রাগনের। তার সাথেই পৃথিবীতে অবতরণ করবেন শুভাংশু শুক্লা সহ ৪ মহাকাশচারী। ক্যালিফোর্নিয়া উপকূলে এই মুহুর্তে ব্যস্ততা তুঙ্গে। তার সাথেই রয়েছে সমগ্র ধরনের ব্যবস্থা। এবার শুধু ঘরের ছেলে ঘরে ফেরার পালা।

Dragon’s nosecone is closed and secured for reentry. Splashdown in ~26 minutes