পরপর বিমান হামলা...ভয়ঙ্কর পরিস্থিতি

পরপর বিমান হামলা হয়েছে প্রিওব্রাজেনস্কা হ্রোমাডায়। বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন। 

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
bj

নিজস্ব সংবাদদাতা: রাশিয়ার তরফে পরপর বিমান হামলা চালানো হয়েছে ইউক্রেনের প্রিওব্রাজেনস্কা হ্রোমাডায়। প্রিওব্রাজেনস্কা হ্রোমাডায় ৪ টি বিমান হামলা হয়েছে। জাপোরিঝজিয়া সামরিক প্রশাসনের প্রধান ইউরি মালাশকো এই বিষয়ে জানিয়েছেন। আক্রমণের ফলে বেশকিছু বাড়িঘর এবং কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনও হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি। হামলার ফলে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে প্রিওব্রাজেনস্কা হ্রোমাডায়। স্থানীয়দের সতর্ক করা হয়েছে। নিরাপদ আশ্রয়ে স্থানীয়দের থাকতে বলা হয়েছে।