/anm-bengali/media/media_files/KEGOMZsb9hVBx5AcKKSy.jpg)
নিজস্ব সংবাদদাতা: মধ্য নাইজেরিয়ায় পশুপালক ও কৃষকদের মধ্যে সংঘর্ষ চলছে। চলমান সংঘর্ষে এখনও পর্যন্ত অন্তত ৮৫ জন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। মধ্য নাইজেরিয়ায় ৩,০০০ এরও বেশি মানুষ বর্তমানে সংঘর্ষের ফলে বাস্তুচ্যুত রয়েছেন। মধ্য নাইজেরিয়ায় সোমবার এই সহিংসতা শুরু হয়। যার ফলে মালভূমি রাজ্যের বেশ কয়েকটি গ্রামে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জানা যাচ্ছে, মালভূমি রাজ্যের মাঙ্গু জেলার বেশ কয়েকটি গ্রামে বৃহস্পতিবার এই সহিংসতা অনেকটাই বৃদ্ধি পায়। যার ফলে গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে বাসিন্দারা।

ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, সহিংসতার ফলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং শত শত ঘরবাড়ি ধ্বংস হয়েছে। ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির তরফে আরও জানানো হয়েছে, এখনও পর্যন্ত তারা ৩,৬৮৩ জন মানুষের কাছে ত্রাণ পৌঁছাতে সাহায্য করেছে। ৭২০ টিরও বেশি বাড়ি আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে এনইএমএ-এর তরফে। এখনও পর্যন্ত আনুমানিক ২১৬ জন হামলায় আহত হয়েছে বলে জানা যাচ্ছে। নাইজেরিয়ান পুলিশ জানিয়েছে, সহিংসতার ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো বলেছেন, "প্রচুর নিরাপত্তা উপস্থিতি মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত সাধারণ এলাকায় শান্তি পুনরুদ্ধার করার চেষ্টা চালানো হচ্ছে"।
More than 3,000 people have been displaced in central Nigeria after at least 85 people were killed in ongoing clashes between herders and farmers, officials said Thursday.https://t.co/aVXsUGhMJd
— AFP News Agency (@AFP) May 18, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us