পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি, উত্তপ্ত চট্টগ্রাম, কাঠগড়ায় BNP

ভোটের ফলাফল কী হবে? প্রশ্ন তুলেছেন অনেকেই।

author-image
SWETA MITRA
New Update
chattogram.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আবারও একবার অশান্ত হয়ে উঠল বাংলাদেশ (Bangladesh)। আজ চট্টগ্রামে (Chattogram) ভোট চলাকালীন পুলিশের সঙ্গে বিরোধী দল বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভারতীয় সময় সকাল ১০টা নাগাদ পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ দেখান বিরোধী কর্মীরা। পুলিশের অভিযোগ, বিএনপি নেতা-কর্মীরা ভোট গ্রহণ ব্যাহত করতেই এ ঘটনা ঘটিয়েছে। এক পুলিশ কর্তা বলেন, 'জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে বিএনপির নেতা-কর্মীরা ককটেল বিস্ফোরণ ও সড়কে টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি দল।'

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (উত্তর) মোখলেছুর রহমান বলেন, এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে।

বাংলাদেশে আজ সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ভারতীয় সময় অনুযায়ী রবিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। আগামীকাল অর্থাৎ ৮ জানুয়ারি ফলাফল আসবে।