নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশের রাজধানী ঢাকার স্বামীবাগে ইসকন বাংলাদেশের আশ্রমে বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতারা দাবি করেছেন, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ইসকন বাংলাদেশের সদস্য নন। তিনি ইসকন থেকে বহিষ্কৃত। ইসকন বাংলাদেশ এই দাবি করেছে যে, চিন্ময় দাসের বক্তব্য ও কার্যক্রমের দায় তাদের নয়।
ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী লিখিত বক্তব্যে জানান, অনেক মাস আগে চিন্ময় কৃষ্ণ দাসসহ কয়েকজন নেতাকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের জন্য ইসকন বাংলাদেশ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তিনি উল্লেখ করেন, "প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস, সদস্য স্বতন্ত্র গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের কর্মকাণ্ড ইসকনের নির্দেশিত নয়।"
এদিকে, 'প্রথম আলো' সংবাদপত্রে এ খবরটি প্রকাশিত হওয়ার পর, ইসকন বাংলাদেশের পক্ষ থেকে আরও স্পষ্ট করা হয়েছে যে, চিন্ময় কৃষ্ণ দাসের কার্যক্রম ইসকন বাংলাদেশের নীতি ও আদর্শের পরিপন্থী।