/anm-bengali/media/media_files/2024/12/07/F42OgiYgD9in4lROfPZY.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ হাইকোর্ট আজ রাষ্ট্রদ্রোহের একটি মামলায় ইস্কন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছে।
এদিন সেই প্রসঙ্গে ঢাকায় চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, “৭ মাস পরও আদালত কোনও সুনির্দিষ্ট প্রমাণ পায়নি এবং আজ আমরা তার পক্ষে সব ধরণের নথি পেশ করেছি এবং আদালত তাকে জামিন দিয়েছে। আমরা আশা করি এক সপ্তাহের মধ্যে তিনি মুক্তি পাবেন। এমন কোনও বিধান নেই, তবে আমি মনে করি সরকার স্থগিতাদেশের জন্য চেষ্টা করবে, এবং তারা সুপ্রিম কোর্টে যেতে পারে”।
#WATCH | A Bangladesh court today granted bail to former ISKCON leader Chinmoy Krishna Das in a sedition case.
— ANI (@ANI) April 30, 2025
In Dhaka, Chinmoy Krishna Das' advocate Apurba Kumar Bhattacharjee says, "...After 7 months, the court finds no specific evidence and today we produced all kinds of… pic.twitter.com/DhcJbPzCOv