জামিন পেয়েছেন চিন্ময় কৃষ্ণ, কিন্তু জেলমুক্তি এখনও এক সপ্তাহ দেরি, বলছে তারই আইনজীবী

তারা সুপ্রিম কোর্টে যেতে পারে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
gf

File Picture

নিজস্ব সংবাদদাতা: বাংলাদেশ হাইকোর্ট আজ রাষ্ট্রদ্রোহের একটি মামলায় ইস্কন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছে।

chinmay krishna das

এদিন সেই প্রসঙ্গে ঢাকায় চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, “৭ মাস পরও আদালত কোনও সুনির্দিষ্ট প্রমাণ পায়নি এবং আজ আমরা তার পক্ষে সব ধরণের নথি পেশ করেছি এবং আদালত তাকে জামিন দিয়েছে। আমরা আশা করি এক সপ্তাহের মধ্যে তিনি মুক্তি পাবেন। এমন কোনও বিধান নেই, তবে আমি মনে করি সরকার স্থগিতাদেশের জন্য চেষ্টা করবে, এবং তারা সুপ্রিম কোর্টে যেতে পারে”।