BREAKING: বিষয় বড়ই জটিল ! তবে ভারতের সাথে সীমান্ত বিরোধে শান্তির বার্তা দিচ্ছে চীন

কি বার্তা দিল চীন ?

author-image
Debjit Biswas
New Update
China

নিজস্ব সংবাদদাতা : এবার ভারতের সাথে সীমান্ত বিরোধ নিয়ে এক বড় মন্তব্য করলো চীন। আজ এই বিষয়ে চীনের তরফ থেকে বলা হয়েছে যে,''ভারতের সঙ্গে আমাদের সীমান্ত বিরোধ খুবই “জটিল বিষয়”। তবে আমরা সীমান্ত চিহ্নিতকরণ (বর্ডার ডিলিমিটেশন) নিয়ে আলোচনায় রাজি এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LAC) শান্তি বজায় রাখতে সবসময় আগ্রহী।'' মূলত গত ২৬ জুন,চীনের চিংদাও শহরে,ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুন–এর মধ্যে সংগঠিত হওয়া বৈঠকের পরেই এই মন্তব্য করেছে চীন।

rajnathh1.jpg

এই বৈঠকটি শাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের ফাঁকতালেই সংগঠিত হয়েছিল। ভারতের সাথে সীমান্ত বিরোধ নিয়ে চীন জানিয়েছে,''আমরা এই বিষয়ে আলোচনা চালিয়ে যেতে এবং শান্তিপূর্ণ উপায়ে সমাধান খুঁজতে ইচ্ছুক।''