/anm-bengali/media/media_files/1kYcFteCFx8sfX3vYJtg.jpg)
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি রাশিয়া-ভারত-চীন (RIC) ত্রিপাক্ষিক সহযোগিতাকে আবার শুরু করার উদ্যোগ নিয়েছিল রাশিয়া। আর এইবার রাশিয়ার এই উদ্যোগকে জোরালো সমর্থন জানালো চীন। গতকাল বৃহস্পতিবার (১৮ জুলাই), বেইজিং জানিয়েছে যে, ''এই সহযোগিতা কেবলমাত্র তিন দেশের স্বার্থ রক্ষা করবে না, বরং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।'' এই বিষয়ে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই রুডেনকো রুশ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “এই বিষয়ে আমরা চীন এবং ভারতের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা এই ফর্ম্যাটকে কার্যকর করতে আগ্রহী, কারণ এই তিনটি দেশ কেবল BRICS-এর প্রতিষ্ঠাতা সদস্যই নয়, বরং গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদারও।” তিনি আরও বলেন, “এই ফর্ম্যাটের অনুপস্থিতি বর্তমান পরিস্থিতিতে অনেকটাই অনুপযুক্ত মনে হচ্ছে। আমরা আশা করি যে রাশিয়া, ভারত ও চীন যথাযথ সময়ে আবারও এই ত্রিপাক্ষিক ফোরামের কাজ শুরু করতে সম্মত হবে।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/03/14/egPnuFYCzkYdmLNdgybW.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us