১৪৫% শুল্কের চাপেও শান্তির বার্তা— দক্ষিণ-পূর্ব এশিয়ায় শি জিনপিং

১৪৫% শুল্কের চাপেও শান্তির বার্তা দিল চীন। ট্রাম্প প্রশাসনের বাণিজ্য নীতির বিরুদ্ধে কূটনৈতিক কৌশলে জবাব শি জিনপিংয়ের। চলছে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বন্ধুত্ব মিশন।

author-image
Debapriya Sarkar
New Update
China

নিজস্ব সংবাদদাতা : চলমান মার্কিন-চীন বাণিজ্য যুদ্ধে নিজেদের অবস্থান আরও স্পষ্ট করল বেইজিং। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর শুল্কনীতির মোকাবিলায় এবার বিশ্বকে পাশে চাইছে চীন। আন্তর্জাতিক স্তরে ঐক্যের ডাক দিয়ে কূটনৈতিক বার্তা দিল তারা। চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান এক সাংবাদিক বৈঠকে বলেন, “বাইরের অনিশ্চয়তার মুখে চীন হাত মেলাতে চায়, ঘুঁষি নয়। দেওয়াল তুলতে নয়, বরং তা ভাঙতে চায়। সম্পর্ক ছিন্ন নয়, বরং সংযোগ গড়তে চায়।”

China

বর্তমানে চীনা পণ্যের উপর আমেরিকা চাপিয়েছে ১৪৫% শুল্ক। পাল্টা জবাবে চীনও আমেরিকার পণ্যের উপর ১২৫% শুল্ক বসিয়েছে। এই অবস্থায় দুই দেশের মধ্যে বাণিজ্য উত্তেজনা চরমে। এই পরিস্থিতিতে সম্পর্ক রক্ষায় এক বিশেষ কূটনৈতিক উদ্যোগ নিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি এখন দক্ষিণ-পূর্ব এশিয়ার সফরে রয়েছেন। ইতিমধ্যেই তিনি ভিয়েতনাম, মালয়েশিয়া ও কম্বোডিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এই সফরের মূল উদ্দেশ্য—এই দেশগুলির সঙ্গে বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক আরও মজবুত করা।

Tariffs

বিশ্লেষকদের মতে, শুল্ক যুদ্ধের চাপ সামাল দিতে চীন এখন বিকল্প বাজার খুঁজছে। সেই কারণেই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চায় বেইজিং।