New Update
/anm-bengali/media/media_files/qDolrFXLZ9ff9eAeoYNF.webp)
নিজস্ব সংবাদদাতা : এবার বিশ্বের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থার তকমা পেল চীনের এমএসএস (MSS)। সাম্প্রতিক কিছু রিপোর্ট অনুযায়ী চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রক (MSS)–কে বিশ্বের সবচেয়ে বড় গুপ্তচর সংস্থার তকমা দেওয়া হয়েছে। সারা বিশ্বে গুপ্তচরবৃত্তি চালানো এবং বিদেশে বসবাসকারী ভিন্নমতালম্বীদের টার্গেট করাই এই গোয়েন্দা সংস্থার প্রধান কাজ। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রকের এই কার্যকলাপ বৈশ্বিক নিরাপত্তার জন্য এক বড় হুমকি।
/anm-bengali/media/media_files/2025/03/14/egPnuFYCzkYdmLNdgybW.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us