পৃথিবীর যেকোনও প্রান্তে আঘাত হানতে সক্ষম ! চীনের হাতে রয়েছে এই মারাত্মক অস্ত্র

কি অস্ত্র এল চীনের হাতে ?

author-image
Debjit Biswas
New Update
Gz5HimYbkAAwJwG

DF 5C

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি বেইজিংয়ে আয়োজিত এক বিশাল সামরিক কুচকাওয়াজে,নিজের সর্বাধুনিক এবং পারমাণবিক ক্ষমতাসম্পন্ন  আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ডংফেং-৫সি (DF-5C)-র প্রদর্শন করলো চীন। চীনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন-সহ,প্রায় ২০ জন বিশ্বনেতা।

China

ডিএফ-৫সি: ক্ষমতা এবং বৈশিষ্ট্য :

১. ডংফেং-৫সি (ডিএফ-৫সি) হলো ডংফেং-৫ ক্ষেপণাস্ত্রের একটি উন্নত সংস্করণ। এটি মাটির নিচের সাইলো থেকে উৎক্ষেপণ করা হয়। প্রতিরক্ষা বিশ্লেষক আলেকজান্ডার নিল-এর মতে, এই ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ১২,৪০০ মাইল, যা এটিকে চীনের মূল ভূখণ্ড থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের যেকোনও স্থানে আঘাত হানার সক্ষমতা প্রদান করে।

২. এই ক্ষেপণাস্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এই যে, এটি একটি মিশনে একসাথে ১২টি পর্যন্ত পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে, যা চীনের কৌশলগত প্রতিরোধের ভূমিকাকেও আরও শক্তিশালী করে তুলবে। এই অস্ত্র পৃথিবীর প্রায় সমস্ত স্থানেই আঘাত হানতে সক্ষম। 

এছাড়াও এই কুচকাওয়াজে চীন প্রথমবারের মতো এলওয়াই-১ লেজার অস্ত্রের প্রদর্শন করে। এই ব্যবস্থাটি শত্রুপক্ষের ইলেকট্রনিক্স অকেজো করে দিতে পারে বা পাইলটদের অন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে।