New Update
/anm-bengali/media/media_files/2025/03/14/egPnuFYCzkYdmLNdgybW.jpg)
নিজস্ব সংবাদদাতা : ফের একবার পাকিস্তানকে ৩.৪ বিলিয়ন ডলারের আর্থিক সহায়তা করলো বেইজিং,আজ পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র থেকে এমনই খবর জানা গেছে। এছাড়াও এই সূত্রটি জানায়, গত দুই মাস আগে ইসলামাবাদ যে বাণিজ্য ঋণ পরিশোধ করেছিল, সেটিও নতুন করে চালু করা হয়েছে। এই বিষয়ে পাকিস্তানি কর্মকর্তারা বলেন, “এই ঋণের ফলে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আইএমএফের (IMF) নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গেছে।” আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর শর্ত অনুযায়ী পাকিস্তানকে জুনের শেষ অবধি বৈদেশিক রিজার্ভ ১৪ বিলিয়ন ডলারের বেশি রাখতে হতো। পাকিস্তানের দাবি, ৭ বিলিয়ন ডলারের আইএমএফ (IMF) বেলআউটের আওতায় গৃহীত সংস্কারের মাধ্যমে দেশের অর্থনীতি এখন অনেকটা স্থিতিশীল হয়েছে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/03/05/zo9nclYpd2E0TFTw8b80.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us