New Update
/anm-bengali/media/media_files/2025/07/13/cbsn-fusion-concerns-over-china-russia-iran-and-north-korea-partnership-thumbnail-2025-07-13-01-04-51.webp)
নিজস্ব সংবাদদাতা : রাশিয়ার উপর ইউরোপীয় ইউনিয়নের (EU) সাম্প্রতিক নিষেধাজ্ঞায়,দুই চীনা ব্যাংকের নাম অন্তর্ভুক্ত হওয়ার কারণে এবার কড়া আপত্তি জানাল বেইজিং। সম্প্রতি চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য প্রধান মারোস শেফচোভিচের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে এই বিষয়ে "গভীর ও খোলামেলা" আলোচনা করেন এবং এই বিষয়টি নিয়ে "কঠোর প্রতিবাদ" জানান। বেইজিং জানিয়েছে, ''এসব নিষেধাজ্ঞা "ভিত্তিহীন" এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী।'' বেইজিংয়ের আপত্তির পরেই চীনা নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ আলোচনার জন্য, ইউরোপীয় ইউনিয়নের দুই শীর্ষ নেতা, আন্তোনিও কস্তা ও উরসুলা ভন ডার লেয়েন আজ বুধবার বেইজিং সফরে আসছেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/03/14/egPnuFYCzkYdmLNdgybW.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us