New Update
/anm-bengali/media/media_files/2025/03/14/egPnuFYCzkYdmLNdgybW.jpg)
নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘শাংরি-লা ডায়লগ’ নিরাপত্তা সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, তাইওয়ান ইস্যুকে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের সঙ্গে তুলনা করেন। তিনি বলেন, “যদি রুশ প্রেসিডেন্ট পুতিন কোনওরকম বাধা ছাড়াই ইউক্রেন দখল করেন, তবে এশিয়ায় একই ধরনের ঘটনা ঘটতে পারে,যেমন তাইওয়ান বা ফিলিপিন্সে।” আর এবার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর এই মন্তব্যের বিরুদ্ধে চরম প্রতিক্রিয়া জানালো চীন। এই বিষয়ে চীন নিজের প্রতিক্রিয়ায় জানায়,“তাইওয়ান ও ইউক্রেন ইস্যু একেবারে ভিন্ন প্রকৃতির, এদের মধ্যে তুলনা করা গ্রহণযোগ্য নয়।”
/anm-bengali/media/media_files/2025/03/03/wBlaspfT1wDUCu2LEibi.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us