New Update
/anm-bengali/media/media_files/K2gEIjC9BOd7FySmLlyj.jpg)
CHINA
নিজস্ব সংবাদদাতাঃ শনিবার তাইওয়ান প্রণালীতে তিন দিনের সামরিক মহড়া শুরু করার ঘোষণা দিয়েছে চীন।
পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড জানিয়েছে, 'ইউনাইটেড শার্প সোর্ড' ৮ থেকে ১০ এপ্রিল পর্যন্ত চলবে। ইস্টার্ন থিয়েটারের মুখপাত্র কর্নেল শি ই এক বিবৃতিতে বলেন, "ইউনাইটেড শার্প সোর্ড-এ তাইওয়ান প্রণালী, তাইওয়ানের উত্তর ও দক্ষিণে এবং তাইওয়ানের পূর্বদিকে সমুদ্র ও আকাশসীমায় পুলিশের টহল মহড়া অনুষ্ঠিত হবে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us