গাজায় আগ্রাসনের বিরুদ্ধে একজোটে মুখ্যমন্ত্রী

হামাসের সশস্ত্র শাখা, কাসাম ব্রিগেড, একটি ভিডিও প্রকাশ করেছে যা তারা গাজা উপত্যকার পূর্বে শুজাইয়াতে একটি রকেট দিয়ে একটি ইসরায়েলি "টাইগার" বাহককে লক্ষ্যবস্তু করছে।

author-image
Adrita
New Update
ব

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন এবং দলের নেতা সীতারাম ইয়েচুরি সহ সিপিআই-এম নেতা সহ একধিকরা ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে একেজি ভবনের বাইরে প্রতিবাদ করেছেন। তাদের শ্লোগান " গাজায় এই গণহত্যার আগ্রাসন বন্ধ করুন "।

hiring.jpg

এ ক্ষেত্রে উল্লেখ্য যে। ৭ অক্টোবর থেকে ইসরায়েলের গাজা প্রদেশে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হামাস সন্ত্রাসদের আক্রমণে প্রাণ হারিয়েছে শিশুসহ প্রায় ৮০০০ গাজাবাসী। দিন দিন সেদেশের অবস্থার আরও অবনতি হচ্ছে। সারা বিশ্ব তাদেরকে প্রতিহত করার জন্য যুদ্ধ বিরতির ডাক দিচ্ছে। 

hiring 2.jpeg