রাশিয়ার তেলের মূল্যসীমা কমানোর ঘোষণা ! রাশিয়াকে বড় ধাক্কা দিল কানাডা

কেন এই সিদ্ধান্ত নিল কানাডা।

author-image
Debjit Biswas
New Update
Carney

নিজস্ব সংবাদদাতা : এবার রাশিয়ার তেলের মূল্যসীমা ব্যারেল প্রতি ৬০ ডলার থেকে কমিয়ে ৪৭.৬০ ডলার করার ঘোষণা করলো কানাডা প্রশাসন। কানাডা প্রশাসনের মতে, এই পদক্ষেপ রাশিয়ার যুদ্ধ তহবিল গড়ে তোলার সক্ষমতাকে সীমিত করবে এবং প্রেসিডেন্ট পুতিনের সামরিক বাহিনীর ওপর চাপ আরও বাড়াবে। কানাডার এই পদক্ষেপে বড় ধাক্কা খেল রাশিয়া। 

Putin