New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : নতুন সংসদ অধিবেশনের শুরুতেই মধ্যবিত্তের জন্য বড় সুখবর দিল কানাডা সরকার। নতুন মন্ত্রিসভা ঘোষণার পরই ব্যক্তিগত আয়করে ছাড়ের সিদ্ধান্ত জানানো হয়েছে, যা জুলাই ২০২৫ থেকে কার্যকর হবে।
/anm-bengali/media/media_files/lzaBKPRhLDu6kL6o2wHn.jpg)
সরকার জানিয়েছে, কানাডার সর্বনিম্ন মার্জিনাল ইনকাম ট্যাক্স রেট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১৪ শতাংশ করা হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে প্রায় ২.২ কোটি কানাডিয়ান উপকৃত হবেন বলে অনুমান।
সরকারি হিসাব অনুযায়ী, একটি দুই-রোজগেরে পরিবার বছরে সর্বোচ্চ ৮৪০ মার্কিন ডলার পর্যন্ত সাশ্রয় করতে পারবে ২০২৬ সালের মধ্যে।
/anm-bengali/media/media_files/Jp1lCLFbWMNSOhnt6oq4.jpg)
এই পদক্ষেপ নতুন সরকারের অন্যতম প্রধান আইনগত অগ্রাধিকার বলেই মনে করা হচ্ছে। মধ্যবিত্ত পরিবারগুলোর ওপর করের বোঝা কমিয়ে অর্থনৈতিক ভারসাম্য ফিরিয়ে আনার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে মত বিশেষজ্ঞদের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us