New Update
/anm-bengali/media/media_files/2025/02/22/QOrRX5bysLJyv7Vann2d.jpg)
নিজস্ব সংবাদদাতা : কানাডার মানুষ জানেন, আগামী প্রধানমন্ত্রী যেই হন না কেন, তাঁকে ডোনাল্ড ট্রাম্পের মতো কঠিন নেতার সঙ্গে সম্পর্ক সামলাতে হবে। তাই এবারের নির্বাচনে ভোটাররা ভাবছেন, মার্ক ক্যার্নি নাকি পিয়ের পইলিভর, কে এই কাজটা ভালো পারবেন?
/anm-bengali/media/media_files/2025/04/29/1000195684-196649.webp)
মার্ক ক্যার্নি, যিনি আগে ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর ছিলেন, আন্তর্জাতিক অভিজ্ঞতা আছে, তবে রাজনীতিতে নতুন। অন্যদিকে পইলিভর অনেক তরুণ হলেও (৪৫ বছর বয়স), দুই দশক ধরে রাজনীতিতে আছেন এবং অভিজ্ঞ।
ট্রাম্প ইতিমধ্যেই কানাডার বিরুদ্ধে "অর্থনৈতিক চাপ" তৈরির হুমকি দিয়েছেন, শুল্ক বাড়িয়েছেন। ফলে কানাডা-আমেরিকা সম্পর্ক নতুন চ্যালেঞ্জের মুখে।
/anm-bengali/media/media_files/2025/04/29/1000195685-299726.webp)
উল্লেখ্য, কানাডায় নির্বাচনের লড়াই এখন হাড্ডাহাড্ডি – লিবারেল আর কনজারভেটিভ, দু'পক্ষই সমানভাবে শক্তিশালী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us