কানাডার প্রথম সহায়তা : ইউক্রেন পেল ১.৭ বিলিয়ন ডলার

কানাডা, G7 ERA উদ্যোগের অধীনে, ইউক্রেনকে ১.৭ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদান করেছে যা রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে এসেছে।

author-image
Debapriya Sarkar
New Update
zelensky (1).jpg

নিজস্ব সংবাদদাতা : G7 ERA উদ্যোগের আওতায়, ইউক্রেন ২.৫ বিলিয়ন কানাডিয়ান ডলার (প্রায় ১.৭ বিলিয়ন মার্কিন ডলার) সহায়তা পেয়েছে। এই অর্থটি রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে সংগ্রহ করা হয়েছে এবং এই অর্থ ইউক্রেনের মূল বাজেটের চাহিদা পূরণের জন্য ব্যবহৃত হবে বলে জানা গিয়েছে। ইউক্রেনকে মোট ৫ বিলিয়ন কানাডিয়ান ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং এটি এটি কানাডার প্রথম কিস্তি। প্রধানমন্ত্রী শ্মাইহাল জানিয়েছেন, এই টাকা ইউক্রেনের আর্থিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Zelensky