আমাকে ইউরোপেরও প্রেসিডেন্ট বলতে পারেন ! হঠাৎ কেন এই দাবি করলেন ট্রাম্প ?

কেন এই কথা বললেন ডোনাল্ড ট্রাম্প ?

author-image
Debjit Biswas
New Update
g

নিজস্ব সংবাদদাতা : এবার নিজের সমালোচকদের জবাব দিতে গিয়ে নিজেকে ইউরোপের প্রেসিডেন্ট হিসেবে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন,''অনেকেই আমায় বলেন যে, ‘হয়তো আপনি স্বৈরশাসকদের পছন্দ করেন’। না, আমি তাদের পছন্দ করি না। আমি স্বৈরশাসক নই।” এরপর তিনি বলেন,''অনেক ক্ষেত্রেই আবার আমাকে মজা করে ‘ইউরোপের প্রেসিডেন্ট’ বলা হয়। আমার কাছে এটা অনেক বেশি সম্মানের। আমি ইউরোপ আর ইউরোপের মানুষদের ভীষণ পছন্দ করি।''

donald trump ukraine