/anm-bengali/media/media_files/2025/07/10/screenshot-2025-07-10-10-pm-2025-07-10-22-28-06.png)
নিজস্ব সংবাদদাতা: ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বৃহস্পতিবার যৌথভাবে রাশিয়ার বিরুদ্ধে আরও কড়া চাপ সৃষ্টির পক্ষে মত প্রকাশ করেছেন। তাঁদের মতে, ইউক্রেনে যুদ্ধবিরতি নিশ্চিত করতে মস্কোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা জরুরি।
উভয় নেতা একটি যৌথ বিবৃতিতে বলেন, “রাশিয়া ইউক্রেনে যে অব্যাহত আগ্রাসন চালাচ্ছে, তার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। যুদ্ধ থামাতে মস্কোর ওপর অতিরিক্ত অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ প্রয়োগ করা এখন সময়ের দাবি।”
ব্রিটেন ও ফ্রান্সের এই অবস্থান ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ নীতিগত অবস্থানকেও প্রভাবিত করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
/anm-bengali/media/post_attachments/0ba61981-c3a.png)
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তাঁর প্রথম ইউরোপীয় সফরের অংশ হিসেবে ম্যাক্রোঁর সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে ইউক্রেন যুদ্ধ ছাড়াও নিরাপত্তা, পরমাণু নীতিমালা এবং ইউরোপে স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।
ফ্রান্স ও যুক্তরাজ্য উভয়ই ইতিমধ্যে ইউক্রেনকে সামরিক ও আর্থিক সহায়তা দিয়ে আসছে। নতুন নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে রাশিয়ার যুদ্ধক্ষমতাকে দুর্বল করা এবং আলোচনার টেবিলে আনার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন এক ব্রিটিশ সরকারি মুখপাত্র।
ইউক্রেন ইস্যুতে পশ্চিমা দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থান আরও স্পষ্ট হলো এই যৌথ আহ্বানের মাধ্যমে।
British Prime Minister Keir Starmer and French President Emmanuel Macron on Thursday called for more pressure in the form of fresh sanctions against Moscow to secure a ceasefire in Ukraine. https://t.co/7gJZUAWWJDpic.twitter.com/XoSHPmGydz
— AFP News Agency (@AFP) July 10, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us