BREAKING: নিজের দেশেই নতুন বিপদে ডোনাল্ড ট্রাম্প ! ট্রাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করলো ক্যালিফোর্নিয়া

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : এবার ন্যাশনাল গার্ড মোতায়েনকে অসাংবিধানিক বলে চ্যালেঞ্জ জানিয়ে,প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করলো ক্যালিফোর্নিয়ার রাজ্য সরকার। এই মামলাটি আমেরিকার ফেডারেল আদালতে দায়ের করা হয়েছে এবং এই মামলায় ভবিষ্যতে এ ধরনের যেকোনও মোতায়েন বন্ধের আবেদনও জানানো হয়েছে। এই মামলায় ট্রাম্প ছাড়াও, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা বিভাগকেও নোটিশ পাঠানো হয়েছে। ক্যালিফোর্নিয়া প্রশাসনের অভিযোগ, ট্রাম্প গভর্নর গ্যাভিন নিউসোমের অনুমতি ছাড়াই ক্যালিফোর্নিয়ায় ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন, যা যুক্তরাষ্ট্রের ১০ম সংশোধনী ও ফেডারেল আইনকে সরাসরি লঙ্ঘন করছে।

Trump