ক্যালিফোর্নিয়া উপকূলে সফল ভাবে হল স্প্ল্যাশডাউন, পৃথিবীতে ফিরলেন শুভাংশু শুক্লারা

২২ ঘণ্টার সফর শেষে তাঁরা মঙ্গলবার পৃথিবীতে অবতরণ করলেন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
shubhanshu-shukla_648511f4efc9001473226495b1ee3067

File Picture

নিজস্ব সংবাদদাতা: ১৮ দিন আন্তর্জাতিক স্পেস স্টেশনে কাটিয়ে অবশেষে পৃথিবীর মাটিতে ফিরলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। তাঁর মহাকাশযান মঙ্গলবার মাঝ রাতেই (ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার দুপুর ৩টে) সফলভাবে অবতরণ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর উপকূলে। সঙ্গে ছিলেন আরও তিন মহাকাশচারী। তাঁদের সবাই অ্যাক্সিয়ম-৪ মিশনের অংশ হিসেবে মহাকাশে যান।

এই ১৮ দিনের অভিযান শেষে ‘ড্রাগন গ্রেস’ স্পেসক্রাফটে চড়ে পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেন তাঁরা। সোমবার বিকেল সাড়ে ৪টেয় যাত্রা শুরু করে প্রায় ২২ ঘণ্টার সফর শেষে তাঁরা মঙ্গলবার পৃথিবীতে অবতরণ করলেন।

shubhanshu

মূলত ১৪ দিনের জন্য মহাকাশ স্টেশনে গবেষণার কাজ ছিল তাঁদের। তবে আবহাওয়া সংক্রান্ত কারণে ফেরার দিন পিছিয়ে যায়। অবশেষে ১৪ জুলাই বিকেলে তাঁরা স্পেস স্টেশন ছাড়েন এবং আজ মাঝরাতে সফলভাবে স্প্ল্যাশডাউন হল।