New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : এবার নাইজেরিয়ায় ভয়াবহ এক বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন সেইদেশের ২১ জন ক্রীড়াবিদ। এই ক্রীড়াবিদরা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শেষে দেশে ফিরছিলেন। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে, দীর্ঘরাত জেগে যাত্রা করার কারণে চালকের ক্লান্তি এবং অতিরিক্ত গতি এই মর্মান্তিক দুর্ঘটনার কারণ হতে পারে। ঘটনার পর গোটা নাইজেরিয়ায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে স্থানীয় প্রশাসন।
/anm-bengali/media/media_files/YdKAzb6A3OhQKnmTZ5KQ.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us