/anm-bengali/media/media_files/2025/04/28/BugrCE9ia4gtmQ6NM8BY.jpeg)
নিজস্ব সংবাদদাতা : মেক্সিকো সিটির উত্তর-পশ্চিমে একটি মালবাহী ট্রেনের সঙ্গে একটি দোতলা বাসের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত এবং ৪০ জনেরও বেশি আহত হয়েছেন। গতকাল সোমবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে। মেক্সিকো সিটির প্রায় ১৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অ্যাটলাকোমুলকো শহরের একটি শিল্পাঞ্চলে এই দুর্ঘটনাটি ঘটেছে।
এই বিষয়ে মেক্সিকোর সিভিল ডিফেন্স এজেন্সি নিজেদের এক্স হ্যান্ডেলে (টুইটার)-এ জানিয়েছে,''স্থানীয় প্রশাসন এখনও দুর্ঘটনাস্থলে কাজ করছে এবং রাজ্য প্রসিকিউটরের কার্যালয় একটি তদন্ত শুরু করেছে। হারাদুরা দে প্লাটা লাইনের ওই বাসটি এই সংঘর্ষের ফলে দুমড়ে-মুচড়ে গেছে।''
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/12/17/C0MGD7eMvkLmzMSIoMQd.jpg)
এজেন্সি আরও জানায়, ''এই ঘটনায় ১০ জন নিহত এবং ৪১ জন আহত হয়েছেন।'' এই বিষয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, আহতদের ইতিমধ্যেই বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই দুর্ঘটনার পর উক্ত বাস কোম্পানির পক্ষ থেকে এই দুর্ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। যদিও কানাডিয়ান প্যাসিফিক কানসাস সিটি অফ মেক্সিকো (ট্রেন কর্তৃপক্ষ) এই দুর্ঘটনার খবর নিশ্চিত করে, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। কোম্পানিটি আরও জানিয়েছে যে, তাদের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত আছেন এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us