New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা : আগামী বছরের ১ জানুয়ারি থেকে বুলগেরিয়া ইউরোকে তাদের সরকারি মুদ্রা হিসেবে গ্রহণ করতে চলেছে। এরফলে দেশটি ইউরোপীয় মুদ্রা ইউনিয়ন বা ইউরোজোনের ২১তম সদস্য হবে। ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বুলগেরিয়ার অর্থনৈতিক অগ্রগতি ও যোগ্যতা স্বীকার করেই বুলগেরিয়াকে ইউরো গ্রহণের অনুমোদন দিয়েছে। যদিও অর্থ পাচার ও রাজনৈতিক দুর্নীতির কিছু উদ্বেগ এখনও রয়ে গেছে। এই বিষয়ে কমিশনের কর্মকর্তা মাস্সিমো সুয়ার্দি সাংবাদিকদের জানান, “আমরা বুলগেরিয়াকে ‘হ্যাঁ’ বলছি। তবে কিছু নীতিগত চ্যালেঞ্জ এখনো রয়েছে, যেমন দুর্নীতির বিরুদ্ধে লড়াই।''
/anm-bengali/media/media_files/xs4qt9ymJeU4uzqshdGk.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us