নিজস্ব সংবাদদাতা: কিং তৃতীয় চার্লস ক্যান্সারের চিকিৎসার পর আগামী সপ্তাহে তাঁর কাজে আবার ফিরেবেন, জানাল বাকিংহাম প্যালেস। চার্লস প্রায় তিন মাস আগে স্বেচ্ছায় জনসাধারণের থেকে আড়ালে চলে গিয়েছিলেন ক্যান্সারের চিকিৎসার কারণে।

জুন মাসে জাপানের সম্রাট ও সম্রাজ্ঞীর রাষ্ট্রীয় সফরের আয়োজন করা হবে কিং তৃতীয় চার্লসের সভাপতিত্বে। এখনও পর্যন্ত তাঁর চিকিৎসার দিক থেকে যে অগ্রগতি হয়েছে তাতে মেডিকেল টিম খুবই সন্তুষ্ট।
/anm-bengali/media/post_attachments/667817174f1fcfcf35bf963ecaffa427fe7c9f9851d2c5e2d90ed54d00e4bcb2.jpg?c=16x9&q=h_833,w_1480,c_fill)
/anm-bengali/media/post_attachments/4f7280ca54afc7f7a485a4c7b34579dc00f1660a94f592214a3f73b528b7c856.webp)