নৃশংসতা: দীর্ঘ লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ১৩ বছরের নাবালিকা

দীর্ঘ লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ১৩ বছরের নাবালিকা।

author-image
Aniket
New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা: যুদ্ধের নৃশংসতা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে ইউক্রেন জুড়ে। ১৭  মালি বুরলুক গ্রামে রাশিয়ান গোলাগুলির ফলে আহত একজন ১৩ বছর বয়সী মেয়ে হাসপাতালে মারা গিয়েছে আজ। খারকিভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান - ওলেহ সিনিয়েহুবভ এই কথা জানিয়েছেন। মেয়েটি কয়েকদিন ধরে কোমায় ছিল এবং জটিল ক্ষত হয়েছিল।

ad11

food

fla