জাকারপাত্তিয়া অঞ্চলে নারীর নির্মম হত্যাকাণ্ড

গুরুতর আহত স্বামী হাসপাতালে।

author-image
Aniket
New Update
Screenshot 2025-08-08 1.16.02 AM

নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের জাকারপাত্তিয়া অঞ্চলে এক নারীর বাড়িতে উদ্ধার হল তাঁর মৃতদেহ, আর পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন তাঁর স্বামী। স্থানীয় সাংবাদিক ভিতালি হ্লাহোলা জানিয়েছেন, আহত ব্যক্তি একজন সেনাসদস্য এবং তাঁর গোপনাঙ্গ কেটে ফেলা হয়েছে।

নারীর মৃতদেহ ঘাড়ে ছুরির আঘাতসহ পাওয়া যায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি এক নারকীয় সহিংসতার ঘটনা, তবে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর পরিচয় প্রকাশ না করা হলেও জানা গেছে, তিনি উত্তর-পশ্চিম ইউক্রেনে সেনাবাহিনীতে কর্মরত।

পুলিশ ঘটনাস্থলে ফরেনসিক দল পাঠিয়েছে এবং হত্যাকাণ্ডের সব দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পেছনে ব্যক্তিগত শত্রুতা, মানসিক সমস্যা অথবা অন্য কোনও অপরাধমূলক উদ্দেশ্য ছিল কি না, তা জানার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা।

এখনও পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করা হয়নি। স্থানীয় বাসিন্দারা এই নির্মম ঘটনার পর চরম আতঙ্ক ও শোকের মধ্যে রয়েছেন।