"ইউক্রেনের নিরাপত্তা আমাদের নিরাপত্তা"

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেন, "ইউক্রেনের নিরাপত্তা আমাদের নিরাপত্তা।"

New Update
ন্মনব

নিজস্ব সংবাদদাতাঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষার প্রতি তার দেশের সমর্থনের কথা উল্লেখ করে বলেছেন, "ইউক্রেনের নিরাপত্তা আমাদের নিরাপত্তা।"

জাপানের হিরোশিমায় দেওয়া এক ভাষণে সুনাক বলেন, "ইউক্রেনের বিমান বাহিনীকে ভবিষ্যতের জন্য যা প্রয়োজন তা দিয়ে সহায়তা করার জন্য যুক্তরাজ্য চলতি গ্রীষ্মে ইউক্রেনের পাইলটদের যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমানের প্রশিক্ষণ শুরু করবে।" 

সুনাক জি-৭ সম্মেলনে 'আরও সহায়তা প্রদানের ক্ষেত্রে অত্যন্ত বাস্তব অগ্রগতি'কে স্বাগত জানিয়েছেন, বিশেষ করে ইউক্রেনকে অত্যাধুনিক যুদ্ধবিমান সরবরাহের জন্য দেশগুলোর একটি 'আন্তর্জাতিক জোট'-এর প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থন।

সুনাক বলেন, 'ইউক্রেনকে শুধু যুদ্ধে জিতলে হবে না, বরং একটি ন্যায়সঙ্গত ও দীর্ঘস্থায়ী শান্তি অর্জন করতে হবে।'

হিরোশিমায় জি-৭ সম্মেলনে জেলেনস্কির উপস্থিতিকে 'অত্যন্ত শক্তিশালী মুহূর্ত' হিসেবে অভিহিত করেছেন সুনাক। 

সুনাক বলেন, 'প্রেসিডেন্ট জেলেনস্কিকে তার জি-৭ মিত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে দেখে আমি মনে করি রাশিয়া ও বিশ্বকে একটি বার্তা দেবে যে, আমরা প্রেসিডেন্ট জেলেনস্কি ও তার জনগণের পাশে ঐক্যবদ্ধ এবং যতদিন প্রয়োজন ততদিন তাকে সমর্থন করে যাব।'