/anm-bengali/media/media_files/2025/07/23/crhjueco-2025-07-23-22-24-35.jpeg)
নিজস্ব সংবাদদাতা: ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং তাঁর স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁ বুধবার একটি মানহানির মামলা দায়ের করেছেন। অভিযোগ, এক মার্কিন ডানপন্থী পডকাস্টার প্রকাশ্যে দাবি করেছেন, ব্রিজিত এক সময় পুরুষ ছিলেন। এই ভিত্তিহীন মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ম্যাক্রোঁ দম্পতি ফ্রান্সে আইনি পদক্ষেপ নেন। তাঁদের আইনজীবীরা জানিয়েছেন, এটি নিছক মিথ্যা প্রচার এবং একটি স্পষ্ট মানহানিকর মন্তব্য, যার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/02/19/4HhYHrPpo4pXLJeAamdC.jpg)
উল্লেখ্য, ব্রিজিত ম্যাক্রোঁ দীর্ঘদিন ধরেই রাজনৈতিক এবং সামাজিক আলোচনায় সক্রিয় ভূমিকা নিয়ে আসছেন। তাঁর বিরুদ্ধে এমন ব্যক্তিগত আক্রমণকে ঘৃণ্য অপপ্রচার বলে আখ্যা দিয়েছে ফরাসি প্রেসিডেন্টের দফতর। মামলার পরিপ্রেক্ষিতে প্যারিসের আদালতে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে।
Emmanuel Macron and his wife, Brigitte, filed a defamation lawsuit on Wednesday against a right-wing US podcaster who claimed the spouse of the French president used to be a man.https://t.co/OiRQ5scRCQ
— AFP News Agency (@AFP) July 23, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us