New Update
/anm-bengali/media/media_files/Fw3zOIx7sziwoL6x6Doo.jpeg)
নিজস্ব সংবাদদাতা: নাইজার সরকারে রাষ্ট্রপতিকে আটকের জেরে বিপাক বিরাজ করছে। এবার নাইজারের বিপাক বাড়ালো বিশ্বব্যাঙ্ক। বিশ্বব্যাংক বুধবার জানিয়েছে যে, নাইজারে একটি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করার প্রচেষ্টার জন্য শঙ্কা বৃদ্ধি পাচ্ছে। বিশ্বব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, নাইজারে যেকোনো ক্রিয়াকলাপের জন্য অর্থ বিতরণ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। পরিস্থিতি স্বাভাবিক হলে বিশ্বব্যাঙ্ক নাইজারের পাশে আবার দাঁড়াবে বলে জানানো হয়েছে। তবে বিশ্বব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, বেসরকারি খাতের অংশীদারিত্ব সতর্কতার সাথে চলতে থাকবে।
#BREAKING World Bank halts disbursements for Niger operations pic.twitter.com/kyYt4siHmm
— AFP News Agency (@AFP) August 2, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us