ব্রেকিং: এবার রাজধানীতে ছড়িয়ে পড়ল সহিংসতা, একাধিক মৃত্যু

সেনেগালের রাজধানী ডাকারে সহিংসতা ছড়িয়ে পড়েছে। বিরোধী নেতাকে দেওয়া আদালতের নির্দেশকে কেন্দ্র করে সহিংসতার সৃষ্টি হয়েছে। 

author-image
Aniket
New Update
y

নিজস্ব সংবাদদাতা: সেনেগালের রাজধানী ডাকারে বড়সড় সহিংসতার সৃষ্টি হয়েছে। সেনেগালের আদালত বিরোধী নেতা উসমানে সোনকোকে দুর্নীতির অভিযোগ এনে ২ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে। এই পদক্ষেপ আগামী বছরে সেনেগালের রাষ্ট্রপতি নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতা করার আশাকে ম্লান করে দিয়েছে। এরফলেই ডাকারে সহিংসতা ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, সোনকো রাষ্ট্রপতি ম্যাকি সালের চরম প্রতিপক্ষ।

f

তিনি রায় দেওয়ার সময় আদালতে অনুপস্থিত ছিলেন। সোনকো ২০২২ সালে ডাকারের মেয়র হিসাবে নিযুক্ত হন। জানা যাচ্ছে, ইতিমধ্যেই পুলিশকে পাথর ছোঁড়ে সোনকোর সমর্থকরা। পুলিশ পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে ও গুলি চালায়। ঘটনায় একাধিক মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।