ব্রেকিং | ট্রাম্পের ১০০% চিপ শুল্ক থেকে ছাড় পেল TSMC: তাইওয়ান

ট্রাম্পের ১০০% চিপ শুল্ক থেকে ‘ছাড়’ পেল TSMC: তাইওয়ানের ঘোষণা।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-08-07 7.02.43 AM

নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ১০০% আমদানি শুল্ক থেকে তাইওয়ানের চিপ জায়ান্ট TSMC ছাড় পেয়েছে বলে জানিয়েছে তাইওয়ান সরকার।

বিশ্বের বৃহত্তম সেমিকন্ডাক্টর নির্মাতা হিসেবে TSMC-র উপর এই শুল্ক না বসানো যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের জন্য স্বস্তির খবর। Apple ও NVIDIA-র মতো মার্কিন কোম্পানিগুলি TSMC-র উপর নির্ভরশীল।

তাইওয়ান বলেছে, মার্কিন প্রশাসন কৌশলগত কারণে এই ছাড় দিয়েছে।